সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ
২৮ সেপ্টেম্বর ২১ ইং জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে ৭২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন- জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে মোমেন আকন্দ (২৫)। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিন তার সহযোগীদের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় ওই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৩ মাস পর পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ মোমিনকে আটক করে। দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর,৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ বছরের জেল এবং ধর্ষণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি (শিশু ও নারী নির্যাতন) এ্যাডভোকেট ফিরোজা চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন।
প্রযুক্তি সহায়তায় Procharbd.xyz
Leave a Reply