পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যােগে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক গরীব,অসহায় ও দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,মানবিক বাংলাদেশ সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আশিকুজ্জামান সৌরভ, পৌর শাখা সভাপতি জুনায়েদ শ্রাবণ ও সাধারণ সম্পাদক শাহজাহান শাহরুখ প্রমুখ।
মানবিক বাংলাদেশ সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আশিকুজ্জামান সৌরভ বলেন, মানবিক বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হক এর নির্দেশনা কেন্দ্রীয় ঘোষিত গণতন্ত্রের মানস কন্যা মানবিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটি পঞ্চগড় জেলা শাখা প্রায় ৩০০অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানবিক আদর্শকে ধারণ করে যেকোনো দুর্যোগ সংকটে জনগণের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি,ইনশাল্লাহ আমরা আগামীতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।
প্রযুক্তি সহায়তায় Procharbd.xyz
Leave a Reply