স্টাফ রিপোর্টারঃ-
দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় এম্পোল ইনজেকশনসহ দুই নারী এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত ৯ টায় উপজেলা ২নং বিনোদনগর ইনিয়নের ওয়াজেদ সেতুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন। ফুলবাড়ী উপজেলায় জামাদ্দানী গ্রামের মাসুদ রানা মিস্ত্রি রকেয়া বেগম (৩০), বিরামপুর উপজেলার এফ ইর ধোলাওটা গ্রামের ছাদেকুলের স্ত্রী সান্তনা( ৩০) ও একই উপজেলার বিজুল ললিয়া পাড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে হাবিব (৩৬)
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের খবর পাই ফুলবাড়ী হতে সিএনজিতে করে তিন যাত্রী মাদক বহন করে পীরগঞ্জের উদ্দেশে রওনা হবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল উপজেলার কাজদহ এলাকায় অবস্থান নেয় পরে ওই তথ্যমতে সিএনজিকে আটক করে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ৩ টি পোটলা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তিমূলক ওই পোটলা থেকে ৫ হাজার পিচ এম্পোল উদ্ধার করা হয়।
ওসি আরো জানায়,আটককৃতের মধ্যে ফুলবাড়ীর রোকেয়া মুল মালের মালিক সে ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে প্রতি পিচ এম্পোল ৪০ টাকা করে খরিদ করে সেগুলো পিরগন্জে পৌছানোর পর প্রতিপিচ ৭০ টাকা বিক্রি করবে। তার সঙ্গে আটক দুজনকে এম্পোল পাচারের সহযোগী হিসাবে ব্যবহার করেছে যাতে কেউ বুঝতে না পারে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আজ তাদেরকে সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।
প্রযুক্তি সহায়তায় Procharbd.xyz
Leave a Reply