সোহেল রানা,হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সদরুল ইসলাম। তিনি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয়দের সামনে তিনি দায়িত্ব গ্রহন করেন।এর আগে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি।
বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম বলেন,আমি বাংলাদেশ আওয়ামী লীগের দল থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি।আমার ইউনিয়নে দুর্নিতীর কোন সুযোগ নেই, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ নিয়ে জনসেবা করতে চাই। ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষদের সহযোগিতা নিয়ে আমি এই পাঁচ বছর পরিচালনা করতে চাই।
প্রযুক্তি সহায়তায় Procharbd.xyz
Leave a Reply